ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

ভাস্কর্য ভাঙচুর প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন 

বশেমুরবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৯, ৭ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য  ভাঙচুরের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।

সোমবার (৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বেলা সাড়ে ১১টায় বশেমুরবিপ্রবির উপাচার্য ড. এ. কিউ. এম মাহবুবের নেতৃত্বে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনটিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহজাহান, আইন অনুষদের ডিন মো. আবদুল কুদ্দুস মিয়া, মানবিকী অনুষদের ডিন মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া, প্রক্টর ড. মো. রাজিউর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম, কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক বি.এম. আশিকুর রহমান প্রমুখ।

প্রতিবাদ সমাবেশে বক্তরা কুষ্টিয়ায় জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মো. শাহজাহান বলেন,“যারা ভাস্কর্য ও মূর্তির পার্থক্য না বুঝে উস্কানিমূলক কাজ করছে তাদের মূল উদ্দেশ্য ফ্যাসাদ সৃষ্টি করা, এর মূলে রয়েছে ধর্মান্ধতা। যদি আমরা ধর্মীয় ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান, ইতিহাস, ভূগোল বাধ্যতামূলক করে সমৃদ্ধ করতে পারি তাহলে হয়ত তাদের এমন ধর্মান্ধ ও উগ্রবাদী মনোভাব কমে আসবে।”

অনুষ্ঠানের সভাপতি ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব বলেন, "জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলে বাঙ্গালী জাতির হৃদয় থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলা যাবে না। মুজিব এটি একটি আদর্শ ও চেতনা। তিনি জাতির পিতার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান। এছাড়া তিনি জাতির পিতার ভাস্কর্য ভাংচুরের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।"

অনুষ্ঠানে বিশ্বদ্যিালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহন করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি